বান্দরবান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ইসলাম বেবী জয়ী

purabi burmese market

চতুর্থ ধাপে বান্দরবান পৌরসভা নির্বাচনে বেসরকারী ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৫শ ৬১ ভোট বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। পৌর এলাকার ৯টি ওয়ার্ড থেকে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুসারে তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা ধানের শীষ প্রতীক নিয়ে পান ৪ হাজার ৫শ ৩৩ ভোট। অন্যদিকে নারিকেল গাছ প্রতীক নিয়ে মোহাম্মদ নাসির উদ্দিন ২ হাজার ১৪৭ ভোট পান, বিধান লামা মোবাইল ফোন প্রতীক নিয়ে ৯৮৫ ও মোহাম্মদ শাহজাহান লাঙ্গল প্রতীক নিয়ে পান ১৩২ ভোট।

আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটাররা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ন ভাবে ভোট প্রদান করেন। সকালে ভোটকেন্দ্র গুলোতে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি ছিলো। পৌরসভার ১৩টি ভোটকেন্দ্রে কোন ধরনের অপ্রিতিকর ঘটনার কোন খবর পাওয়া যায়নি,শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহন।

এদিকে, জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মেয়র পদে ৫জন। পৌর নির্বাচনে এবার মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৯ জন, মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। জেলার ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে ৮১টি বুথে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

আরো জানা যায়, এবারে বান্দরবান পৌরসভায় মোট ভোটার ২৯ হাজার ৭২৯জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৬০৯ ও মহিলা ১৩ হাজার ১২০জন ভোটার।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, বান্দরবান পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শেষ হয়েছে।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।