বান্দরবান পৌর এলাকার ২টি ওয়ার্ডে ৭ কোটি ৮০ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করা হয়েছে।
১ নভেম্বর (সোমবার) সকাল ১১টায় বান্দরবান পৌর এলাকার কালঘাটা ও বনরুপা পাড়া এলাকায় ১৪টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মংসুই খই মার্মা, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম সহ ওয়ার্ড কাউন্সিলররা ।
ইউজিআইআইপি ৩ এর আওতায় উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে পাকা সড়ক, আরসিসি ড্রেন, আরসিসি সিঁড়ি,আরসিসি রি-টেইনিং ওয়াল এবং আরসিসি বক্স কালভার্ট উন্নয়ন।
এদিকে পার্বত্যমন্ত্রী উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তরের উদ্ভোধন শেষে বান্দরবান পৌরসভার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন,আপনার শহর আপনাকে পরিস্কার রাখতে হবে। জনগণকে উন্নয়ন কাজের তদারকি ও পরামর্শ দিতে হবে। এসব উন্নয়ন বাস্তবায়িত হলে বান্দরবান পৌর এলাকার ২টি ওয়ার্ডের চিত্র আরো পাল্টে যাবে ।
বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী জানান, এই কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে এর সুফল ভোগ করতে পারবে স্থানীয়রা ।