বান্দরবান প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান প্রেস ক্লাব মিলানায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ খায়রুজ্জামন কামাল, বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ আরো অনেকে।
বান্দরবানের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয় ।
মনবিনিময় সভা শেষে বিএফইউজে’র নেতৃবৃন্দরা বান্দরবান রেস্ট হাউজে সাংস্কৃতিক সন্ধ্যায় যোগ দেন।