বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৩মাস বর্ষাবাসে উপোসথ গ্রহনকারী দায়ক-দায়িকাদের উদ্যোগে রুমা উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের অফিস সহকারী প্রয়াত মুন্নী বড়ুয়া ও বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা রুমি বড়ুয়াসহ অন্যান্য জ্ঞাতির উদ্দেশ্যে উপোসথিক সংঘদান ও অষ্টপরিস্কার দান অনুষ্টিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক প্রজ্ঞাসার বড়ুয়া পাপনের সঞ্চালনায় বিহারের সভাপতি বেসান্ত বড়ুয়ার সভাপতিত্বে উপোসথিক সংঘদান ও অষ্টপরিস্কার দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। উপোসথিক সংঘদান ও অষ্টপরিস্কার দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ উদয়ন জ্যোতি মহাথের, কালাঘাটা গৌতম বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ সংঘ প্রিয় মহাথের, টিএনটি পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ গুন বংশ মহাথের, পারাহিতা বৌদ্ধ বিহারের বিহার উপ-অধ্যক্ষ শ্রীমৎ কুন্ডায় ভিক্ষু, লেমুঝিড়ি আগাপাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ নন্দবংশ ভিক্ষু, টাইগার পাড়া অষ্ট বিংশতি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ বিনয় রত্ন ভিক্ষু, কক্সবাজার ঝিলংজা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ সংঘ বোধি ভিক্ষু, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহার উপ-অধ্যক্ষ শ্রীমৎ পরমান্দ ভিক্ষু প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেনু দাস, মিকি মারমা, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সহ সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া, বিহারের প্রধান উপদেষ্টা সাবেক শিক্ষক দিপ্তি কুমার বড়ুয়া, উপদেষ্টা কমলেন্দু বিকাশ বড়ুয়া, উপদেষ্টা সুনিল বড়ুয়া, বিহারের সহ সভাপতি বিশ্বজিৎ বড়ুয়া, সদস্য করুণাময় বড়ুয়া, রুপন কুমার বড়ুয়া, ক্রীড়া সম্পাদক অসিম বড়ুয়া, প্রয়াত মুন্নী বড়ুয়া ও রুমি বড়ুয়ার পরিবারের সকল সদস্য সহ বিহারের সকল দায়ক দায়িকা ও উপাসক উপাসিকাবৃন্দরা।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার যুব কমিটির সভাপতি আশীষ বড়ুয়া, সাধারণ সম্পাদক মিতুন কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সজীব বড়ুয়া, অর্থ সম্পাদক বিজয় বড়ুয়া, প্রচার সম্পাদক নয়ন বড়ুয়া, বিধান বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া, বাবু বড়ুয়া, বাবলু বড়ুয়া,প্রভাত বড়ুয়া, সৈকত বড়ুয়া, ইমপল বড়ুয়া, যিশু বড়ুয়া, সিবলু বড়ুয়াসহ আরো অনেকে।