বান্দরবান বাজারে আগুনে পুড়েছে ১৩টি দোকান

purabi burmese market

বান্দরবান বাজারের কেএসপ্রু মার্কেটে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৩টি দোকান। আর এই ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৮.১৫ মিনিটে বাজারের কেএসপ্রু মার্কেটের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হলে পাশ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে, আর এতে ১৩টি দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডে একটি ওষুধের দোকান, একটি লাইব্রেরী,৩টি মুদি দোকানসহ কয়েকটি ইলেকট্রনিক মেশিনারীর দোকান পুড়ে যায়।

এদিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পরে সেনাবাহিনী,পুলিশ,রেডিক্রিসেন্ট ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে, প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো.কামাল উদ্দিন ভুইয়া জানান,প্রাথমিক ভাবে ১৩টি দোকান পুড়ে যাওয়ায় তথ্য পাওয়া গেছে তবে আগুনের ক্ষয়ক্ষতির সঠিক পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।