এসময় বান্দরবান বাজারের সবজি বাজার ,মুরগী বাজার,মাছ বাজার ও বিভিন্ন কাপড়ের দোকানে এই এই অভিযান পরিচালনা করা হয় । অভিযানে দোকানদারদের অপরিস্কার ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি করতে নিষেধ করে এবং দ্রব্যমুল্যে দাম সহনীয় পর্যায়ে রাখা এবং ক্রেতাদের সর্বোত্তম সেবা প্রদানের অনুরোধ জানায় অভিযান পরিচালনা করা কর্মকর্তারা।
অভিযানে বিভিন্ন দোকানে মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সর্তক করে এবং কয়েকটি দোকান থেকে সতর্কতা মূলক ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বান্দরবানের জেলা প্রশাসক মো:আসলাম হোসেন, অতিরিক্ত জেলা ম্য্যাজিস্ট্রেট মো:মুফিদুল আলম,সহকারি কমিশনার মো:রেদুয়ানুল হালিম,স্যানিটারী পরিদর্শক সুশীলা কর্মকারসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
5 মন্তব্য
Good
good
ভন্ডামি সব
বান্দরবানে আবার আইন আছে নাকি
মারমা বাজারের সব দোকান মেয়াদোত্তীর্ণ খাবার দ্রব্য আর কস্মেটিক্স বেচে। কিন্তু কোনদিন ভ্রাম্যমাণ আদালত একশনে যায় না।