নির্বাচনকে সামনে রেখে দল বদলের হাওয়া লেগেছে বান্দরবানে। আর এরি অংশ হিসাবে জেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন থেকে ২০জন নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে।
জেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে আলম মেম্বারের বাসায় যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সদর উপজেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক রফিকুল আলম মৃধা ও যুবদল নেতা দিদারুল আলম জনির নেতৃত্বে প্রায় ২০জন যুবদল-ছাত্রদলের নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে.এম জাহাঙ্গীর এর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব চৌধুরীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে.এম জাহাঙ্গীর। সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল করিম,সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ এহসান উল্লাহ,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মং ক্য চিং মার্মা প্রমুখ।
যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ভালবেসে যারা আজ আওয়ামীলীগে যোগদান করলেন তাদেরকে আমরা মুজিবীয় শুভেচ্ছা জানায়,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ষ্ট বারের মত আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে হবে।
এদিকে এই ব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার বলেন,আমাদের কোন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের ঘটনা ঘটেনি।