এ সময় তিনি আরো বলেন, এ ব্রীজ নির্মাণ হলে রুপসীপাড়া ইউনিয়নের সাথে উপজেলা সদরের দুর্গমতা কেটে যাওয়ার পাশাপাশি কৃষি ও ব্যবসা খাতে ব্যাপক প্রসার ঘটবে।
রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মার সভাপতিত্বে ব্রীজের ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম মোবাশ্বের হোসেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, লক্ষীপদ দাশ ও টিংটিং ম্যা মার্মা, স্থানীয সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী নাজিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুস সালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, যুগ্ন-সাধারণ সম্পাদক বিজয় আইচ, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, উন্নয়ন বোর্ডের সুপার ভাইজার প্রশান্ত ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী লামা-ফাঁসিয়াখালী সড়কে কুমারী সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর শেষে ছাগল খাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিট ডে মিলের উদ্বোধন করেন। পরে পাশের আলীকদম উপজেলার আবাসিক ছাত্র/ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্থর, আলীকদম-ফাঁসিয়াখালী সড়ক হতে মংসিং হেডম্যান পাড়া রাস্তার কার্পেটিংয়ের ভিত্তিপ্রস্থর ও বিশ্ব খাদ্য সংস্থা কর্তৃক আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ উদ্বোধন শেষে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।