বান্দরবান মৎস্য বিভাগের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৪ জনকে নিয়োগপত্র প্রদান

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত জেলা মৎস্য বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে উর্ত্তীণদের মাঝে নিয়োগ পত্র দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা তার নিজ কার্যালয়ে উত্তীর্ণদের মাঝে নিয়োগ পত্র প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যহা পাঞ্জি ত্রিপুরা, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, লক্ষী পদ দাশ এবং মূখ্য নির্বাহী এ টি এম কাউছার হোসেন।

NewsDetails_03

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সব পরীক্ষায় উর্ত্তীণ হয়ে প্রথম হয়েছেন রোজি তঞ্চঙ্গ্যা, দ্বিতীয় মুইয়ইমং মার্মা, তৃতীয় মংনুপ্রু মার্মা এবং চতুর্থ প্রীতম চৌধুরী ।

নিয়োগপত্র প্রদানের সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হতে হবে। কাজে কর্মে সৎ হতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে।

গত ৩০ ডিসেম্বর জেলা মৎস্য বিভাগের ৪০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫০ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। যাচাই বাছাই শেষে ওই দিন সন্ধ্যায় ১১ জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বলে কর্মচারী নিয়োগ কমিটির সদস্য সচিব ও জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল ফলাফল ঘোষণা করেন। পরের দিন ৩১ ডিসেম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় নেয়া হয়। পরে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ৪জনকে উত্তীর্ণ বলে ফলাফল ঘোষণা করা হয়।

আরও পড়ুন