বান্দরবান যুবদলের সাবেক সভাপতির বিরুদ্ধে বলৎকারের অভিযোগ

ভিডিও ভাইরাল

NewsDetails_01

বান্দরবান জেলা যুবদলের সাবেক সভাপতি হারুনুর রশিদের (হারুন সওদাগর) বিরুদ্ধে ১৩ বছরের এক কিশোরকে বলৎকারের অভিযোগ উঠেছে। একই সাথে শিশুটির একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিও বক্তব্যে শিশুটি বলেন, বন্ধুদের সাথে খেলা করছিল শিশুটি। ওই সময় হাউন আঙ্কেল (হারুনুর রশিদ) শিশুটিকে কাজের কথা বলে তার বাসায় ডেকে নিয়ে যায়। পরে বাসায় কেউ না থাকার সুযোগে শিশুটিকে বলৎকার করে ২০ টাকা দেয় নাস্তা খাওয়ার জন্য।পরে শিশুটি বাসায় গিয়ে তার বাবাকে জানালে শিশুটির বাবা শিশুটিকে ব্যাথা নাষক ঔষধ কিনে দেয়।

এনিয়ে শিশুটির একটি ভিডিও বক্তব্য ফারিহা আক্তার ইথি নামে এক ফেইসবুক আইডিতে প্রচার করা হলে তা ব্যাপক ভাইরাল হয় এবং এলাকায় সমালোচনার ঝড় সৃষ্টি হয়।

NewsDetails_03

বনরুপা পাড়ার বাসীন্দা ভুক্তভোগীর চাচাত ভাই মো. আওয়াল জানান, তার চাচাত ভাই ও চাচি কিছুটা মানসিক অসুস্থ। তবে শিশুটিকে বলৎকারের ঘটনাটি সত্যি। পারিবারিক ভাবে হারুনুর রশিদ ক্ষমা প্রার্থনা করায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়নি। এছাড়া এই বিষয়টি নিয়ে আজ তাদের বাসায় পুলিশ এসেছিল।

এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে হারুনুর রশিদ অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, রাজনৈতিক ভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে একটি কুচক্রি মহল এই সড়যন্ত্র ও অপপ্রচার চালচ্ছে।

বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী জানান, হারুনুর রশিদ এক সময় জেলা যুব দলের সভাপতি ছিলেন, তবে উক্ত বিষয়ে তেমন কিছুই জানেন না।

আরও পড়ুন