মঙ্গলবার রাত থেকে বৃষ্টিপাত কিছুটা কম হওয়ার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে,পৌর এলাকার ইসলামপুর,বালাঘাটা পুলপাড়াসহ আশপাশের নিম্নাঞ্চলের জলাবদ্ধ পানি নামতে শুরু করায় জনজীবনে স্বস্তি নেমে এসেছে।
তবে জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীতে পানি বেড়ে যাওয়ায় বান্দরবানের বিভিন্ন নৌপথে নৌকা চলাচল সীমিত রয়েছে, থানচি উপজেলার রেমাক্রি ও তিন্দুতে এখনও নৌপথে পর্যটক যাতায়ত বন্ধ রয়েছে।
এদিকে কয়েকদিনের টানা বর্ষনে পাহাড় ধসের আশংকায় মাইকিং করে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদে সরে যেতে অনুরোধ করছে প্রশাসন।