বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ স্বাভাবিক

বান্দরবান রাঙামাটি সড়কে চলছে গাড়ি।
প্রবল বৃষ্টি আর জলাবদ্ধ পানির কারণে জেলা শহরের পুলুপাড়ায় বেইলী ব্রিজ ডুবে একদিন সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর বান্দরবান রাঙামাটি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সকাল ১০টা থেকে বান্দরবান রাঙ্গামাটি সড়কে মোটরবাইক,ইজিবাইক,ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল শুরু করেছে।
মঙ্গলবার রাত থেকে বৃষ্টিপাত কিছুটা কম হওয়ার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে,পৌর এলাকার ইসলামপুর,বালাঘাটা পুলপাড়াসহ আশপাশের নিম্নাঞ্চলের জলাবদ্ধ পানি নামতে শুরু করায় জনজীবনে স্বস্তি নেমে এসেছে।
তবে জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীতে পানি বেড়ে যাওয়ায় বান্দরবানের বিভিন্ন নৌপথে নৌকা চলাচল সীমিত রয়েছে, থানচি উপজেলার রেমাক্রি ও তিন্দুতে এখনও নৌপথে পর্যটক যাতায়ত বন্ধ রয়েছে।
এদিকে কয়েকদিনের টানা বর্ষনে পাহাড় ধসের আশংকায় মাইকিং করে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদে সরে যেতে অনুরোধ করছে প্রশাসন।

আরও পড়ুন