বান্দরবান শহরের ৪ হাজার ২ শত ২১ পরিবারকে ভিজিএফ এর চাউল বিতরণ

বান্দরবানের পৌর এলাকার দুঃস্থ, দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।

আজ ৮ জুলাই (শুক্রবার) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বান্দরবান পৌরসভার আয়োজনে পৌরসভার ৯টি ওয়ার্ডে ২০২২-২০২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এই চাউল বিতরণ করা হয়।

NewsDetails_03

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, কাউন্সিলর অজিত কান্তি দাশ, কাউন্সিলর মংমংসিং, মহিলা কাউন্সিলর এমেচিং সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

এসময় বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ২ শত ২১ পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

আরও পড়ুন