স্থানীয় ও দমকল বাহিনীর সদস্যরা জানান,ক্যজওয়াং রাখাইনের বাবা বান্দরবানের মধ্যমপাড়া এলাকার মারমা বাজারে নাপ্পির (এক ধরনের খাবার সামগ্রী) ব্যবসা করেন । আজ সকালে ক্যজওয়াংসহ তার মা কক্সবাজার থেকে বান্দরবানে তার বাবার কাছে আসে । সন্ধ্যায় ক্যজওয়াং বান্দরবান সদরের রাজার মাঠে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব একা দেখতে আসে । পড়ে খেলার ছলে কোন এক সময় পূজার পাশে থাকা রাজার পুকুরে পড়ে গিয়ে নিখোঁজ হয় । তাকে খুঁজে না পেয়ে পরে স্বজনরা দমকলবাহিনীর সদস্যদের খবর দিলে দমকলবাহিনীর সদস্যরা শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান,রাজার পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা ।