বান্দরবান শহরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম শাহরিয়ার হোসেন আবির (৭)। সে ইস্টেডিয়াম এলাকার আকবর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের ইস্টেডিয়াম এলাকার ইসলামিয়া শিক্ষা কেন্দ্রের পুকুরে সে খেলার ছলে নামলে সে পানিতে ডুবে যায়, পরে স্থানীয়রা পুকুরে তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করে। তার মৃত্যুতে পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।