বান্দরবান শহরের কালাঘাটার নতুন ব্রিজ এলাকায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে এক কিশোরী নিহত হয়েছে। নিহতের নাম বন্ধনা ত্রিপুরা (১৫)। বন্ধনা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বইশাংপাড়া গ্রামের কাথরাই ত্রিপুরার মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে বান্দরবানের সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এই ছাত্রী শহরের কালাঘাটা যাওয়ার সময় নতুন ব্রিজ এলাকায় মোটর সাইকেল থেকে পড়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করে।
এই ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ বলেন , মোটরসাইকেল থেকে পড়ে বন্ধনা নিহত হয়েছে।