বান্দরবানে বাকবিতন্ডার জেরে শহিদুল ইসলাম বাবু নামে এক যুবক আহত। গত শনিবার (৬ মে) দিবাগত রাত ১১ টায় বান্দরবান সদরস্থ ৬ নম্বর ওয়ার্ড ক্যাচিংঘাটা এলাকায় এঘটনা ঘটে।
আহত শহিদুল ইসলাম বাবু (৩৫) বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ক্যাচিংঘাটা নতুন পাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। অভিযুক্তরা হলেন, ক্যাচিংঘাটা এলাকার মো.মনিরুল ইসলামের ছেলে মো.মহিউদ্দিন ওরফে রুবেল, মো.নুর হোসেনের ছেলে আতিক।

স্থানীয়রা জানান, শহিদুল ইসলাম রাতে বাড়ি ফেরার পথে রুবেল, আতিক ও ৭-৮ জন মিলে গতি রোধ করে। বিভিন্ন কথা জিজ্ঞেস করার এক পর্যায়ে শহিদুলকে মারধর শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল হতে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
বান্দরবান সদর থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আতিক জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শহিদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।।