বান্দরবান শহরে হোম কোয়ারেন্টিন না মানায় প্রবাসীকে জরিমানা

purabi burmese market

বান্দরবান শহরের মেম্বারপাড়া এলাকায় হোম কোয়ারেন্টিন না মানায় দুবাই ফেরত এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (মার্চ ২৩) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান এ জরিমানা করেন।

সুত্রে জানা যায়,বান্দরবানের মেম্বার পাড়ায় দুবাই প্রবাসী এক যুবক হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাফেরা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাকে সর্তক করা হয় এবং আগামীতে ও আইনের অমান্য করলে আরো কঠোর শাস্তি প্রদান করা হবে বলে নিদের্শনা প্রদান করা হয় ।

এদিকে,বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান, সর্বশেষ বান্দরবান জেলায় ৪৮ জন কোয়ারেন্টিনে আছে, এর মধ্যে ৩৯ জন হোম কোয়ারেন্টিনে এবং ৯ জন হাসপাতালের কোয়ারেন্টিনে অবস্থান করছে আর এদের কারো কাছে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি।

তিনি আরো জানান,আমাদের এই সময়টা সর্তক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।