বান্দরবান সদর থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান বান্দরবান সদর থানা পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে তিনি সদর থানা পরিদর্শন করেন।

NewsDetails_03

সূত্রে জানা যায়, থানা পরিদর্শনকালে তিনি ফৌজদারী বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত রেজিস্টারসমূহ পরীক্ষা করেন। মামলার তদন্ত ও অন্যান্য কার্যনির্বাহে পুলিশ আইন এবং পুলিশ প্রবিধানসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য ওসিসহ তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি থানার পরিদর্শন বহিতে নোট প্রদান পূর্বক স্বাক্ষর করেন।

পরিদর্শনকালে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম.এমরান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মাইসুমা সুলতানা, মোহাম্মদ নাজমুল হোছাইন, মোঃ নুরুল হক এবং বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন