‘এই শহর আমার এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার, আসুন প্রতিজ্ঞা করি, একটি ময়লাও যত্রতত্র নয়’ এই স্লোগানে বান্দরবানে হয়ে গেল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে বিডিক্লিন বান্দরবানের উদ্যোগে একদল যুবক ও শিক্ষার্থীরা এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
প্রথমে যুবক ও স্কুলের শিক্ষার্থীরা সমবেত হয়ে পরিচ্ছন্ন দেশ গড়ার শপথবাক্য পাঠ করেন। পরে ঝাড়ু হাতে নিয়ে যুবক ও স্কুলের শতাধিক শিক্ষার্থী স্কুলের আনাচে-কানাচে পরিষ্কার করেন।
বিডিক্লিন বান্দরবানের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক জানান, দেশটা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলের। যত্রতত্র ময়লা ফেলায় আমাদের পরিবেশের বড়ধরনের ক্ষতি হচ্ছে। তাই যত্রতত্র ময়লা না ফেলানোর জন্য আমরা সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছি।