বান্দরবান সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

NewsDetails_01

বান্দরবান সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
বান্দরবান সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন ও মশাল জ্বালিয়ে চার দিন ব্যাপি বান্দরবান সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্ভোধন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ স্বপন কুমার বণিক।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সঞ্জীব কুমার চৌধুরী, গনিত বিভাগের সহকারি অধ্যাপক সন্তোষ কুমার দে, সুজন কান্তি বড়ুয়া, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান বিজয় ভৌমিক, সহকারি অধ্যাপক মোঃ তোয়ারেক,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর ও বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তাদের খেলাধুলায় অংশগ্রহন করেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ স্বপন কুমার বণিক বলেন, পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অবশ্যই খেলাধুলা করা প্রয়োজন কেননা খেলাধুলা করলে শরীর, মন ও স্বাস্থ্য ভালো থাকে এবং পড়ালেখায় মনোযোগী হওয়া যায়। তিনি আরো বলেন, খেলাধুলা এমন ভাবে করা উচিৎ নয় যাতে পড়ালেখার ক্ষতি হয়।

আরও পড়ুন