বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন
২০ বছরের পুরানো কমিটি ভেঙ্গে দিয়ে গত ১ সেপ্টেম্বর নিখিল কান্তি দাশ’কে আহবায়ক ও আনন্দ দাশ’কে সদস্য সচিব করে ২১ (একুশ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের এক সভায় সর্বসন্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটির সূত্রে জানা যায়, নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক হিসাবে আছেন, বিষ্ণুপদ দাশ ভানু, দোদুল কান্তি দাশ, রূপন দত্ত, সুজিত দাশ নারু, অঞ্জন কান্তি দাশ, রাজেশ্বর দাশ বিপ্লব, ডাঃ এ. কে. আইচ, রিটল বিশ্বাস, প্রতাপ চৌধুরী, তরুন কান্তি দাশ, সদস্য হিসাবে সুজন কান্তি দাশ, এড. সুজন চক্রবর্তী, প্রতাপ বিশ্বাস, খোকন দে, মিন্টু আইচ, বাসু দাশ (সাংবাদিক), রাজেশ দাশ, বিকাশ দে, কিশোর দাশ।
সভায় সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক কমিটির আহবায়ক নিখিল কান্তি দাশ বলেন, আহবায়ক কমিটি আগামী ফাল্গুন, ১৪৩১ বাংলা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। কমিটি তাদের নির্ধারিত মেয়াদের মধ্যে কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিগ্রহ স্থাপন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, আহবায়ক কমিটি গঠনতন্ত্র অনুসারে সাধারণ সভার মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠন, মন্দিরের হিসাব ও স্থাবর-অস্থাবর সম্পত্তির খসড়া কার্যক্রম সম্পন্ন করবেন।
সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক কমিটির সদস্য সচিব আনন্দ দাশ বলেন, সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব স্থানীয় রাজার মাঠে সাড়ম্বরে উৎযাপিত হবে মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
এই বিষয়ে সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক কমিটির সদস্য রাজেশ দাশ বলেন, নতুন এই কমিটি আগামীতে ভালো কিছু করবে এই প্রত্যাশা করছি।
প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় বান্দরবান কেন্দ্রীয় মন্দিরে এক সভায় শারদীয় দুর্গোৎসব উৎযাপন কমিটির সভাপতি হিসাবে রাজেশ্বর দাশ বিপ্লব এবং সাধারণ সম্পাদক হিসাবে প্রতাপ বিশ্বাস’কে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।