বান্দরবান সড়কে যানবাহন চলাচল বন্ধ

বান্দরবান সড়কে যানবাহন চলাচল বন্ধ
পরিবহণ ধর্মঘটের কারনে বান্দরবানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ রবিবার সকাল থেকে বান্দরবান চট্টগ্রাম, বান্দরবান কক্সবাজার ও রাঙামাটি সড়কে বাস চলাচল বন্ধ থাকে। এছাড়া অভ্যন্তরীন সড়কগুলোতেও যান চলাচল সীমিত হয়ে পড়েছে। এমনকি হাল্কা যানবাহনও চলাচল করছে না সড়কগুলোতে। ফলে জনসাধারন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।
যার ফলে স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও রোগীদের কষ্ট সবচেয়ে বেশি হচ্ছে। সকালে বান্দরবান কেরানীরহাট সড়কের সুয়ালক এলাকায় পরিবহন শ্রমিকরা কিছু যানবাহন আটকালে সেখানে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু জানান, কেন্দ্রের নির্দেশে আজ সব সড়কগুলোতে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন