বান্দরবান হবে ৬৪ জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা : পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে গত কয়েক বছরে বান্দরবানে যোগাযোগ, বিদ্যুৎ ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। বর্তমানেও হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। এসব উন্নয়ন কাজ শেষ হলে আগামী কয়েক বছরের মধ্যে দেশের ৬৪ জেলার মধ্যে বান্দরবান হবে শ্রেষ্ঠ জেলা।

আজ মঙ্গলবার (২৭অক্টোবর) দুপুরে উপজেলার আজিজনগর ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্ভোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

NewsDetails_03

আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দীন কোম্পানির সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় উপ-সচিব হারুনর রশিদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউচার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

এর আগে আজিজনগর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস, কেন্দ্রীয় জামে মসজিদের সীমানা প্রাচীর, চিউনীপাড়া ক্যাম্প বাজার মসজিদ, ইউনিয়ন পরিষদ হতে তেলুনিয়া পাড়া পর্যন্ত রাস্তা, দূর্গা মন্দিরের নাট মন্দির, হেডম্যান পাড়া যুবক যুবতী ক্লাব ঘর, চাম্বি কলেজ, কারবারী পাড়া গীর্জা, চাম্বী হেডম্যান মারমা পাড়া সেবা ঘর, চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজে উঠার সিঁড়ির উদ্বোধন, চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসলামপুর বি আলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর, গ্রোথ স্টোর আজিজনগর চাম্বি মফিজ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন