বান্দরবান হাসপাতালে ডেঙ্গু রোগীদের দেখতে গেলেন বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবান সদর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের দেখতে গেলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ রবিবার সকালে বান্দরবান সদর হাসপাতালে পুরুষ ও মহিলা ওয়ার্ডে ভর্তি ডেঙ্গু রোগীদের সাথে সাক্ষাৎ এবং চিকিৎসার বিষয়ে ডাক্তারদের সাথে কথা বলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় সদর হাসপাতালে ভর্তিরত ডেঙ্গু রোগীদের শারীরিক অবস্থা এবং রোগ যাতে বৃদ্ধি না পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডাক্তারদের নির্দেশ দেন তিনি।

NewsDetails_03

এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা: অংশৈ প্রু মারমা,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.প্রত্যুষ পল ত্রিপুরাসহ হাসপাতালে কর্মরত ডাক্তার,নার্স এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সরকারের পক্ষ থেকে ডেঙ্গু রোগ নিরাময়ে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আমরা সকলে মিলে এই রোগ প্রতিরোধ করে যাব।

YouTube video

এসময় তিনি আরো বলেন, প্রয়োজন হলে আমি জেলায় প্রাপ্ত সকল ডেঙ্গু রোগীর যাবতীয় ওষুধ ও চিকিৎসা খরচের জোগান দেব।

প্রসঙ্গত,জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে বান্দরবান জেলায় ১১জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং বর্তমানে ৪ জন বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন