ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালামকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জামায়াতের নীতিনির্ধারণী বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা জামায়াতের আমির আব্দুস সালাম আজাদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আগামী ডিসেম্বর মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। সংসদ নির্বাচনকে ঘিরে এখন থেকে জামায়েত ইসলামি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনকে গতিশীল করতে এখন থেকে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম এর গতী বাড়িয়েছে। বিশেষ করে জেলার ৭টি উপজেলায় সংগঠনটি তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের নতুন কমিটি করে নেতাকর্মীদের চাঙ্গা করেছে। তারই ধারাবাহিকতায় দেশের সর্বশেষ বান্দরবান সংসদীয় আসনে জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালামকে প্রার্থী ঘোষণা দিয়েছেন।

এদিকে দীর্ঘ একযুগেরও বেশি সময় পর বান্দরবান আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণায় অন্যান্য রাজনৈতিক দলগুলোও নড়েচড়ে বসেছেন। জেলার নাইক্ষ্যংছড়ি, লামা এবং সদর উপজেলায় জামায়াতের আলাদা ভোট ব্যাংক রয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের পর বান্দরবান জেলায় জাতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতের অবস্থান তৃতীয়।
এই বিষয়ে জেলা জামায়াতের আমির আব্দুস সালাম আজাদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান আসনে নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালামকে প্রার্থী ঘোষণা দিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে সাতটি উপজেলায় কমিটি গঠনসহ নির্বাচনী কর্মকাণ্ড চলমান রয়েছে।