বান্দরবা‌ন শহরের কেন্দ্রীয় শ্মশান থে‌কে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

NewsDetails_01

বান্দরবা‌ন শহরের বাসস্টেশন কেন্দ্রীয় শ্মশান থে‌কে অজ্ঞাত এক ম‌হিলার লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। আজ শুক্রবার সকাল ১০টায় লাশ‌টি উদ্ধার করা হয়।
পু‌লিশ ও স্থানীয়রা জানান, বান্দরবান শহরের বাসস্টেশন এলাকায় অবস্থিত হিন্দুদের কেন্দ্রীয় শ্মশান থে‌কে দুর্গন্ধ বের হ‌লে স্থানীয়রা পু‌লিশে খবর দেয়। প‌রে পু‌লিশ শ্মশা‌নের ভেতর থে‌কে অজ্ঞাত লাশটি উদ্ধার ক‌রে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশের পরিচয় সম্পর্কে জানা যায়নি।
পু‌লি‌শের উপপ‌রিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান ব‌লেন, লাশ‌টি প‌চে যাওয়ায় বয়স ও পরিচয় শনাক্ত করা যা‌চ্ছে না। ধারণা করা হ‌চ্ছে, ১০-১২ দিন আগে হয়‌তো তাকে মারা হ‌য়ে‌ছে, ময়নাতদন্ত্রের জন্য লাশটি বান্দরবান সদর হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

আরও পড়ুন