রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ম্যাজিষ্ট্রেটকে দেখে নিজের বাবার নাম ভুলে গেলেন মাস্ক বিহীন এক পথচারী। আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুর ১ টায় উপজেলা সদর বড়ইছড়ি বাজারে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মাস্ক বিহীন চলাচল করায় এক পথচারীকে ২০০ টাকা জরিমানা করেন, এসময় মামলার নথিত লেখার জন্য এই পথচারীর বাবার নাম বলতে বলায় সে জানালো আমি বাবার নাম ভুলে গেছি, এই মূহুর্তে মনে করতে পারছি না।
এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এদিন মাস্কবিহীন চলাচলের অপরাধে উপজেলা সদর কাপ্তাই সড়ক এবং বড়ইছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন। এইসময় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪ টি মামলায় ৪০০ টাকা এবং সড়ক পরিবহন আইনে ১টি মামলায় ৫০০ টাকাসহ সর্বমোট ৯০০ টাকা জরিমানা আদায় করেন এবং পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
কাপ্তাই থানা পুলিশ এর সদস্য এবং উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।