বাৎসরিক উপহার সামগ্রি পেল ৩৩১ জন শিশু

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় বাৎসরিক উপহার বিতরণী উপলক্ষে বান্দরবানের রুমা থানা পাড়াস্থ বিডি -৫০৭’র রুমে সকালে সাড়ে ১০ টায় এক আলোচনা সভা ও উপহার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ জাহান, উপজেলা খাদ্য পরিদর্শক উচন্যু মারমা পিপলু, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, রেমাক্রী প্রাংসা ইউপি চেয়ারম্যান ও এলসিসি’র সাবেক সভাপতি ইউজিন ত্রিপুরা এলসিসি সাবেক সদস্য আনন্দ ধর, শৈসিংমং মারমা, ছায়াতি ত্রিপুরা, এছাড়াও প্রকল্পের তালিকাভূক্ত শিশু ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

পরে প্রকল্পের তালিকাভূক্ত ৩১২ পরিবারের ৩৩১জন শিশুকে কম্বল, বালতি, টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, টি-শার্টসহ পাঁচ বছরের নীচে শিশুদের খেলনা পুতুল এবং পুষ্টি খাবার হিসেবে ডিম ও দুধের পেকেট বিতরণ করা হয়।

এলসিসি বিদায়ী সভাপতি লুক মিলন ত্রিপুরা সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক সুমন ত্রিপুরা।

আরও পড়ুন