বাড়তে পারে কঠোর লকডাউনের মেয়াদ

NewsDetails_01

দেশে করোনা সংক্রমণের উর্দ্ধগতি এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞানসম্মত ভাবে কঠোর লকডাউন বাড়ানোর ব্যাপারে পরামর্শ দিয়েছে জাতীয় কমিটি।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে ১ জুলাই থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউন, যা চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। তবে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি। সরকারের নীতিনির্ধারক মহলেও লকডাউন বাড়ানোর ব্যাপারে আলোচনা চলছে বলে জানা গেছে।

NewsDetails_03

সংক্রমণের উর্দ্ধগতি এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞানসম্মতভাবে লকডাউন বাড়ানোর ব্যাপারে পরামর্শ দিয়েছে জাতীয় কমিটি। আগামী ৬ জুলাই এ সংক্রান্ত নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে মন্ত্রিপরিষদ সূত্র থেকে জানা গেছে।

এর আগে গত ২৮ জুন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, ১ জুলাই সকাল ছয়টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ থাকবে। তবে প্রয়োজন মনে হলে তা আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে।

আরও পড়ুন