দেশে করোনা সংক্রমণের উর্দ্ধগতি এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞানসম্মত ভাবে কঠোর লকডাউন বাড়ানোর ব্যাপারে পরামর্শ দিয়েছে জাতীয় কমিটি।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে ১ জুলাই থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউন, যা চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। তবে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি। সরকারের নীতিনির্ধারক মহলেও লকডাউন বাড়ানোর ব্যাপারে আলোচনা চলছে বলে জানা গেছে।
সংক্রমণের উর্দ্ধগতি এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞানসম্মতভাবে লকডাউন বাড়ানোর ব্যাপারে পরামর্শ দিয়েছে জাতীয় কমিটি। আগামী ৬ জুলাই এ সংক্রান্ত নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে মন্ত্রিপরিষদ সূত্র থেকে জানা গেছে।
এর আগে গত ২৮ জুন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, ১ জুলাই সকাল ছয়টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ থাকবে। তবে প্রয়োজন মনে হলে তা আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে।