বিএনপি’র আব্দুল কুদ্দুছসহ বহিষ্কার পাঁচজন

দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য মাঠ পর্যায়ের আরও প্রায় ৮৬জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

NewsDetails_03

রবিবার দলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এর আগেও আরও অন্তত ২০জনকে বহিষ্কার করে বিএনপি।

বহিষ্কার তালিকায় আছেন, বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল কুদ্দুছ, আবুল কালাম, বান্দরবান জেলা মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক শিরিন আক্তার, বান্দরবান জেলার রুমা উপজেলা বিএনপির সভাপতি জিমসম লিয়ান বম এবং বান্দরবান জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হামিদা চৌধুরী। তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন