বিএনপি’র নেতার অশালীন বক্তব্যের প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ৷
আজ রবিবার(১২ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে এসে মোয়াজ্জেম হোসেন আলাল’র কুশপুত্তলিকা দাহ করা হয় ৷

পরে প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সমশের আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এন কবির আশ্রাফ প্রমূখ।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য পরিহার সহ বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।