বিএনপির সহযোগী সংগঠনের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মাম্যাচিং

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মাম্যাচিং
বান্দরবান জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় ম্যাম্যাচিংকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো । বৃহস্পতিবার রাতে জজ কোর্ট সংলগ্ন এক অস্থায়ী কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন ।
দলীয় নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সহ-দফতর সম্পাদক মো: তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বার্তায় বান্দরবান জেলা বিএনপির সভাপতি পদে মাম্যাচিং এবং সাধারন সম্পাদক পদে মোহাম্মদ জাবেদ রেজাকে নির্বাচিত করা হয় । বিষয়টি নেতা-কর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে বিকেল থেকে মাম্যাচিংকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য তার অস্থায়ী কার্যালয়ে ছুটে আসেন বিএনপির সহযোগী সংগঠন পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দলসহ আরো অনেকে ।
দলীয় নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা পেয়ে নব-নির্বাচিত জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং বলেন, দলীয় নেতা-কর্মীদের ভালবাসায় আমি সিক্ত । সকল ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে একযোগে কাজ করব ।
এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সকল স্তরের নেতা-কর্মীদের আহবান জানান ।

আরও পড়ুন