বিএনপি ও জেএসএস এর শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে

NewsDetails_01

রোয়াংছড়িতে বিএনপি ও জেএসএস এর নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছে
বান্দরবানে রোয়াংছড়িতে বিএনপি ও জেএসএস শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। আজ শুক্রবার সকালে রোয়াংছড়ি উপজেলার মহিলা আওয়ামী লীগ নব গঠিত কমিটির কর্তৃক আয়োজিত ও পরিচিতি সভায় প্রধান অতিথি বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি-জেএসএস সংগঠন হতে শতাধিক নেতাকর্মীরা যোগদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা অনুষ্ঠিত সভায় উপজেলার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অংম্রাচিং মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা,সিনিয়র সহ সভাপতি নেইতং বুইতিং,সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা,সহ সভাপতি চহাইমং মারমা,সহ সভাপতি চনুমং মারমা প্রমুখ।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নব গঠিত মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা মাউসাং মারমা সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দ সেন তংঞ্চঙ্গ্যা,মহিলা আওয়ামী লীগের নব যোগদানকারী ও সাবেক ইউপি সদস্য মাচ প্রু মারমা,নোয়াপতং ইউপি ২নং ওয়ার্ডের সদস্য লঙ্কা ত্রিপুরা,সাংগঠনিক সম্পদক জনমজয় তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হ্লাথোয়াইহ্রী মারমা বক্তব্যে বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করতে হলে সকল নেতা কর্মীদের এক সাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বান্দরবান ৩০০ নং আসনে সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপিকে নির্বাচিত করে উপহার দিতে হবে। সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মাথা রেখে নেতাকর্মীদের প্রতি নিরলস ভাবে কাজ করা আহ্বান জানান। এসময় জেলা,উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন