বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা’র প্রতিবাদে রাঙামাটিতে সমাবেশ
রাজধানীসহ সারাদেশে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের ‘সন্ত্রাসী হামলা’র প্রতিবাদে রাঙামাটিতে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, নগর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ এখন লুটেরারদের হাতে, হামলা-মামলা করে বিএনপিকে থামিয়ে রাখ যাবে না। সমুচিত জবাব দেওয়ার সময় এসেছে। এবার পাল্টা আঘাত চলবে বলে হুশিয়ারি উচ্চারন করেন নেতারা।
এর আগে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাঙামাটি পৌরসভা এলাকা ঘুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।