বিএনপি নেতার মুক্তির দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিএনপির নেতা বাবলু এর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩ মার্চ) তিন টার দিকে রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া বাজার এলাকায় ছাত্র বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান এর উপস্থাপনায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। এ সময় উপস্থিত ছিলেন, বাবলুর পরিবার ও এলাকাবাসী।

NewsDetails_03

মানববন্ধনে বক্তব্য রাখেন,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের যুগ্ন আহবায়ক মামুন, বান্দরবান সদর উপজেলার বিএনপির যুগ্ন আহবায়ক বাহাদুর আলম, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিক মোল্লা।

এসময় অন্তবর্তী সরকারের কাছে এই মামলা সঠিক তদন্তের মাধ্যমে বাবলু কে মুক্তির দাবি জানান স্থানীয়রা। এসময় বক্তারা বলেন, এটি একটি ষড়যন্ত্র মূলক মামলা পারিবারিক ভাবে তাকে হেনস্তা করে ফাসানোর জন্য তার নামে মিথ্যা মামলা করে।

তার পরিবার জানায়,তাকে মিথ্যা আসামী বানিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়। আমরা চাই দ্রুত যেন তার মুক্তি দেওয়া হয়। তাকে ৭২ ঘন্টার মধ্যে তাকে মুক্তি দিতে হবে নইলে আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুন