বিএসপিআই প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পূর্ণমিলনী ও আনন্দ শোভাযাত্রা

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে সুইডিশিয়ানদের পূর্ণমিলনী ও আনন্দ শোভাযাত্রা আজ শুক্রবার (১৭মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে এদিন সকাল সাড়ে ১১টায় বিএসপিআই এর প্রধান ফটক হতে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।

NewsDetails_03

এসময় ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, প্রাক্তন সুইডিশ ছাত্র ছাত্রী পরিষদের সভাপতি প্রকৌশলী আহম্মদ কামাল চৌধুরী সহ প্রাক্তন ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি লগগেইট হয়ে সুইডিশ মাঠ প্রদক্ষিন করে ক্যাম্পাসে এসে শেষ হয়।

পরে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ সভা বিএসপিআই এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার। পূর্ণমিলনীতে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন