বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

p_20161121_122152ভারতের সীমান্তরী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিভিন্ন পদবির কর্মকর্তাদের নিয়ে ‘সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুরে বান্দরবান জেলার পাশ্বর্বতী সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের ব্যবস্থাপনায় আট দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ হলে সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন বিএএফ এর লে. কর্নেল জগেন্দ্র রাজ সিং ।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে বিজিবি ও বিএসএফের প্রশিক্ষণার্থীরা চোরাচালানি ও সীমান্ত অপরাধীদের প্রতিরোধে কৌশলগত দক্ষতা অর্জনের পাশাপাশি উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করবে। এ প্রশিক্ষণ সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র, নারী-শিশু পাচারসহ সব ধরনের অপরাধ দমনে উভয় বাহিনীর জন্য সহায়ক ভূমিকা রাখবে।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লে. কর্নেল মুহাম্মদ খালিদ আইয়ুব, লে. কর্নেল মো: সাজ্জাদ হোসেন, পিএসসি, লে. কর্নেল মো: মাহফুজুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
পরে প্রধান অতিথি বিজিবি এবং বিএসএফের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ করেন।
গত ১৪ অক্টোবর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম পিএসসি। কোর্সে বিএসএফের এগার কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পদবির ২২ জন সদস্য অংশ নেন। এতে বিজিবির পাঁচজন কর্মকর্তাও প্রশিক্ষণ গ্রহণ করেন।

আরও পড়ুন