বিদায়ী পুলিশ সুপার আব্দুল আজিজ স্মরণীয় থাকবে

খাগড়াছড়ি প্রেসক্লাব’র আলোচনায় অভিমত

NewsDetails_01

খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৫তম পুলিশ সুপার পদে দীর্ঘ ২ বছর ৮ মাস দায়িত্ব পালনকালে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার উন্নয়নে নিবেদিত ছিলেন। করোনা মহামারীর মধ্যে সম্মুখ সারির অন্যান্য পেশাজীবীদের মতো বাংলাদেশ পুলিশের খাগড়াছড়ি ইউনিটকে এগিয়ে নিয়ে যান। লক-ডাউন, সামাজিক দূরত্ব সহ নানাবিধ ধরা বাধার মধ্যে নিয়মিত দায়িত্বের পাশাপাশি খাগড়াছড়ি জেলা পুলিশ জনসচেতনতা তৈরীর পাশাপাশি সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এ ছাড়া পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক খাগড়াছড়ির সভানেত্রী খাগড়াছড়ি পুলিশ সুপারের সহধর্মিনী আমিনা আফরোজ জেমীর উদ্যোগে কর্মহীনদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়।

গতকাল (বৃহস্পতিবার) খাগড়াছড়ি প্রেসক্লাব’র উদ্যোগে নিজস্ব হলে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ’র বিদায় উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সাংবাদিকরা।
খাগড়াছড়ি প্রেসক্লাব’র সভাপতি জীতেন বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদায়ী পুলিশ সুপার ছাড়াও খাগড়াছড়ি প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনয়ন (কেইউজে)-এর সভাপতি প্রদীপ চৌধুরী, প্রেসক্লাব’র সহ-সভাপতি মো. জহুরুল আলম, প্রেসক্লাব’র সাবেক সা. সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, কেইউজে’র সা. সম্পাদক সৈকত দেওয়ান, প্রেসক্লাব’র সিনিয়র সদস্য এড. জসিম উদ্দিন মজুমদার, প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ চিংমেপ্রু মারমা এবং কেইউজে’র সাবেক সা. সম্পাদক কানন আচার্য্য।

NewsDetails_03

খাগড়াছড়ি প্রেসক্লাব’র সা. সম্পাদক আবু তাহের মুহাম্মদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জানানো হয় ২০২২ সালের ২৪ জানুয়ারী পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে চোরাচালান মালামাল উদ্ধার অভিযানের সফলতার জন্য পুলিশ মহাপরিদর্শকের কাছ থেকে স্বীকৃতি হিসেবে প্রথম স্থান অর্জনকারী পুলিশ সুপারের সম্মাননা পান।

বিদায়ী পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২২ সালের মধ্য আগস্ট পর্যন্ত দায়িত্ব পালনকালে বিশেষ সহযোগিতা পেয়েছি সাংবাদিকদের কাছ থেকে। যে কোন সমস্যা-সম্ভাবনায় সাংবাদিকদের পরামর্শ জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সহায়ক হিশেবে ভূমিকা রেখেছে। খাগড়াছড়িতে সাংবাদিকদের সংগঠিত এবং ঐক্যবদ্ধ নেতৃত্ব পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি জেলার সার্বিক অগ্রগতিতে দৃশ্যমান অবস্থান তৈরি করেছে।

উল্লেখ্য, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ ২৪-তম বিসিএস’র একজন অফিসার হিশেবে খাগড়াছড়ি জেলায় ২৫-তম পুলিশ সুপার হিশেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন