প্রধান বন সংরক্ষকের নাম ভাঙিয়ে ইতালি নেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারনা করে আত্মসাতকৃত ১৪ লক্ষ ৮০ হাজার টাকা ফেরতসহ খাগড়াছড়ি বন বিভাগের কর্মরত নৈশ প্রহরী মো. আবু জাফরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রতারণার শিকার মো. আবু জোহা।
আজ রোববার (৬ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার আবু জোহা বলেন, খাগড়াছড়ি বন বিভাগের নৈশ প্রহরী আবু জাফরের কাছে প্রতারণার শিকার হয়ে তাঁর পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছে বলে জানান।
সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার মোঃ আবু জোহা, তার স্ত্রী রুবি আক্তার, ছেলে মোঃ রোবায়েত ইসলাম ও মেয়ে জান্নাতুল সুমাইয়া মিম উপস্থিত ছিলেন।