বিপদ মুক্তির জন্য থানচিতে দোয়া মাহফিল

purabi burmese market

বান্দরবানে থানচি উপজেলা সদরের বাজারে অগ্নিকান্ডসহ যে কোন দুর্যোগ থেকে রক্ষা পেতে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার ৩১ মার্চ বিকাল ৫ টা থানচি বাজারে রিড থানচি ট্রেড সেন্টারের শপিং মল প্রাঙ্গনে দোয়া পাঠ করেন থানচি কেন্দ্রীয় জামের মসজিদের ইমাম আনিচ উল্লাহ। রিড থানচি ট্রেড সেন্টারের শপিং মল এর ব্যবসায়ী কল্যান সমিতি এই আয়োজন করে।

ব্যবসায়ী কল্যান সমিতি মনে করে, থানচি উপজেলায় বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায় এক সাথে বসবাস করছে, দুইটি বাজারে যথাক্রমে থানচি বাজার ও বলিপাড়া বাজার। থানচি বাজারে পাঁচশতও বেশী দোকান ব্যবসায়ী রয়েছে। সেখানে, ত্রিপুরা, হিন্দু, বড়ুয়া, ম্রো ও বাঙালি ব্যবসায়ী রয়েছে তৎমধ্যে ৭০% বাঙালি, যাহা ইসলাম ধর্ম অনুসারী।

এই আয়োজনে রোজার ২য় দিনের ইফতারে অংশ নেন প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, থানচি বাজার পরিচালনা কমিটি সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, রিড থানচি ট্রেড সেন্টারের শপিং মল এর ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক উক্তম চৌধুরী, সহ সভাপতি মো: হাবিবুর রহমান, কোষাধক্ষ্য মো: আবু সামাদ, প্রবীন ব্যবসায়ী নুরুল হক, সাবেক ইউটি মেম্বার নুরুল কবিরসহ শতাধিক ধর্মপ্রান পবিত্র রোজাদার।

থানচি কেন্দ্রীয় জামের মসজিদের ইমাম আনিচ উল্লাহ বলেন, ধর্ম যার যার উৎসব সবার, ইসলাম ধর্মে রোজা হচ্ছে ইতিহাসিক। পবিত্র রমজান মাসে রোজা রাখা দায়িত্ব কর্তব্য রোজাদারদের সম্মান করার আমাদের নৈতিক দায়িত্বে পড়ে।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।