বিবাহ রেজিস্ট্রাশন বাধতামূলক করতে রোয়াংছড়িতে মতবিনিময় সভা

হেডম্যান-কারবারী একসাথে চলি, প্রথা রীতিনীতি সংরক্ষণে এক থাকি শ্লোগানকে সামনে রেখে বোমাং সার্কেলের হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদ আয়োজনে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় রোয়াংছড়ি সদর ইউনিয়ন ও আলেক্ষ্যং ইউনিয়নে হেডম্যান-কারবারীদেরকে নিয়ে প্রথাগত বিষয়ক আলোচনা সভা উপজেলা পরিষদ সভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (২৪ মার্চ ২০২৫ইং) অনুষ্ঠিত মতবিনিময় সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৭৬নং তরুগু মৌজা হেডম্যান মংনু মারমা সঞ্চালনায় ৩৪৯নং ঘেরাউ মৌজা হেডম্যান শৈসাঅং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।

NewsDetails_03

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল আমিন, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. মনজুর হোসেন, হেডম্যান-কারবারি কল্যাণ পরিষদে সভাপতি ও বেতছড়া হেডম্যান হ্লাথোয়াইহ্রী মারমা, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা।

অনুষ্ঠানের বক্তারা বলেন, দীর্ঘ বছর ধরে পার্বত্য এলাকার ১৯০০ রেগুলেশন অনুযায়ী প্রথা নিয়ে প্রচলন আছে। সে প্রথা অনুযায়ী এখানকার মানুষও অভ্যস্থ রয়েছে। সেই কারণে কিছু কিছু দেশে প্রচলিত আইনকে শ্রদ্ধা রেখে কাজ করতে হবে। বিশেষ করে পাহাড়িতে বিবাহ ক্ষেত্রে রেজিস্ট্রাশন না করায় প্রায় সময় সমস্যা সম্মুখীন হয়। তাই বর্তমানে এসব বিবাহ রেজিস্ট্রাশন করা দরকার বলে মনে করেন। এছাড়া প্রথার পাশাপাশি সরকারের নির্দেশ ও আদেশ পালন করে সহযোগিতামূলক কাজ করতে হবে। এসময় মতবিনিময় সভা বিভিন্ন মৌজা হেডম্যান ও অর্ধশতাধিক গ্রামে কারবারিগণ অংশ নেন।

আরও পড়ুন