বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়নদের জেলা প্রশাসন ও জেলা পরিষদের পুরস্কার প্রদান

খাগড়াছড়ি

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর বালিকা বিভাগে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি জেলা বালিকা দল। তাদের এই গৌরবময় অর্জনে শুভেচ্ছা ও সম্মাননা স্বরূপ দুই লক্ষ টাকা পুরস্কার প্রদান করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

আজ মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) সকালে পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন বালিকা দলকে আনুষ্ঠানিক ভাবে পুরস্কারের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খাগড়াছড়ির মেয়েরা কোনো অংশে কম নয়। সুযোগ তৈরি করে দিতে পারলে তারা জাতীয় পর্যায়ে অবদান রাখবে বলে তিনি মন্তব্য করেন। এই অর্জন জেলার ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়।

NewsDetails_03

কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা বলেন, এই অর্জন আমাদের জন্য গর্বের। মেয়েদেরকে সংবর্ধনা দিয়ে অনুপ্রাণিত করার জন্য আমি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এই অনুপ্রেরণা ভবিষ্যতে আমাদের মেয়েদের আরও ভালো খেলতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পরিষদের সদস্য, জেলা ক্রীড়া অফিসার, ক্রীড়া সংগঠক, অভিভাবক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা বালিকা দলের এই অর্জন জেলার ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে সোমবার (১০ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকেও সংবর্ধনা প্রদান করা হয় এবং চ্যাম্পিয়ান দলের সকল খেলোয়াড়, কোচ,ম্যানেজারকে এক লক্ষ টাকা প্রাইজমানি দিয়ে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন