বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে (অনুর্ধ ১৭) চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন রাঙামাটি বালিকা দলকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
আজ রবিবার বিকেলে জেলা প্রশাসনের সম্সেলন কক্ষে চ্যাম্পিয়ন দলের মেয়েদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান। এসময় খেলোয়াড়রা জেলা প্রশাসকের হাতে চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর করেন।
জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান চ্যাম্পিয়ন দলের মেয়েদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, এ জয়ে রাঙামাটির মুখ উজ্জল হয়েছে, এটা গর্বের বিষয়। জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলে এ অঞ্চলের মেয়েরা রাঙামাটি সুনাম বৃদ্ধিতে কাজ করছে এবং মেয়েরা ফুটবল খেলেই স্বাবলম্বী হচ্ছে। এজন্য দরকার একাগ্রতা ও পরিশ্রম। সেটা ধরে রাখতে হবে, তবেই সফলতা ধরা পড়বে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, স্কাউট কমিশনার নুরুল আবছার, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।
গত ৩১ ডিসেম্বর চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে (অনুর্ধ ১৭) চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ফাইনালে খাগড়াছড়ি জেলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।