চট্টগামে বিমান ছিনতাই একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে, অতীতের যেকোন সময়ের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। একটা ঘটনা দিয়ে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করলে চলবে না। আজ মঙ্গলবার রাঙ্গামাটির সুখি নীলগঞ্জে নবনির্মিত অস্ত্রাগার ও জেলার ৪টি নব-নির্মিত থানা ভবনের উদ্বোধন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে আইজিপি উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, পার্বত্যাঞ্চলের অবৈধ অস্ত্র উদ্ধারে অচিরেই সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হবে। পার্বত্যাঞ্চলে পুলিশের সক্ষমতা বাড়াতে নানাভাবে উদ্যোগ নেয়া হচ্ছে। নতুন থানা ভবন নির্মাণ করায় পুলিশের কর্ম পরিধিতে স্পৃহা বাড়বে এবং এলাকা শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সহজ হবে ও এলাকাবাসী আইনি সহায়তা পেতে সহজ হবে।
আইজিপি জাবেদ পাটোয়ারী রাঙ্গামাটিতে পৌঁছলে পুলিশ সুপার মোঃ আলমগীর কবির তাকে অভিবাদন জানান। পরে আইজিপি একসাথে অস্ত্রাগার ও থানার চারটি নব-নির্মিত ভবন উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আইজিপি নব-নির্মিত অস্ত্রাগারের সৌন্দয্য বর্ধক প্রাঙ্গণে পলাশ নামের একটি গাছ রোপন করেন।
এদিন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।