বিলাইছড়িতে এমপি দীপংকর তালুকদার সংবর্ধিত
রাঙামাটি সংসদীয় আসনে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ দীপংকর তালুকদার কে সংবর্ধনা দিয়েছে বিলাইছড়িবাসী। আজ বৃহস্পতিবার সকালে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগীর আয়োজনে সংবর্ধনা ও কর্মী সভায় এ সংবর্ধনা দেওয়া হয়।
বিলাইছড়ি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি আসনের নবনির্বাচিত সাংসদ দীপংকর তালুকদার।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক এস এম শাহীদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতাকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে সংসদ নির্বাচনে আবারো তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ী এ জেলার প্রতিটি উপজেলাকে স্মার্ট হিসেবে রুপান্তর করতে নানা পরিকল্পনা নেয়া হবে। তিনি অতীতের মতো আগামীতেও সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। পরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।