বিলাইছড়িতে শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশ সেনাবাহিনী বিলাইছড়ি সেনা জোনের (৩২ বীর) জোন কমান্ডার লেঃ কর্নেল আহসান হাবিব রাজীব পিপিএম, পিএসসি এর সম্মানে আজ শুক্রবার (৫ মে) সন্ধ্যা ৬ টায় বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

NewsDetails_03

উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য ডি কে রুবেল বড়ুয়া ও সুমি চক্রবর্তীর সঞ্চালনায় এসময় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা বাংলা নৃত্য, পাংখোয়া নৃত্য, মারমা নৃত্য, সম্প্রীতি নৃত্য, চাকমা নৃত্য, ত্রিপুরা নৃত্য, তনচংগ্যা গান, লোক গীতি ও আধুনিক গান পরিবেশন করেন।

এসময় সেনাবাহিনীর অফিসার লে: কর্নেল ফারহানা আক্তার, বিলাইছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মো: রেজাউর রহমান, বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ মিজানুর রহমান, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ বিলাইছড়ি জোনের পদস্থ কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন