Exif_JPEG_420রাঙ্গামটির বিলাইছড়িতে তথ্য কমিশন বাংলাদেশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন শরীফ এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার প্রফেসর ড. খুরশীদা নাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা । প্রধান অতিথি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, উপজেলা সরকারী দপ্তর সমূহের কর্মকর্তা, স্কুল শিক্ষক ও এনজিও কর্মকর্তাদের তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে ধারনা দেন। তিনি বলেন, এ আইনের আওতায় তথ্য প্রাপ্তির উৎস,প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারনা দেওয়া আছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক তথ্য প্রদানে অস্বীকৃতি জানালে এতে আপিলের সুযোগ রয়েছে এবং অপরাধের শাস্তির বিধান রয়েছে।