দূর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নকে অচিরেই নেটওয়ার্কের আওতায় আনার চেষ্টা চলছে। এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, এলাকার জীবন মান উন্নোয়ন সহ নানা সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আজ শুক্রবার বেলা ১২ টায় বিলাইছড়ি উপজেলার ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন, মতবিনিময় সভা এবং স্থানীয় ৪শত জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ফারুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই মতবিনিময় এবং শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, ইন্জিনিয়ারিং ম্যানেজার সুব্রত কুমার দাস, রাঙামাটি জেলা প্রশাসনের এডিএম মোঃ মামুন মিয়া, এডিসি জেনারেল মোঃ মামুন, এডিসি( শিক্ষা) এস এম ফেরদৌস ইসলাম চট্টগ্রাম টেলিভিশন এর বার্তা বিভাগের প্রধান মোঃ মাঈনুদ্দীন, বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গা। যমুনাছড়ি বম পাড়ার হেডম্যান রিন লম বম পালম, ইউপি সদস্য শান্তি বিকাশ তনচংগ্যা। বিতরণকালে স্থানীয় হেডম্যান, কার্বারী, জন প্রতিনিধি এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসন ফারুয়া উচ্চ বিদ্যালয় এবং ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।