বিলাইছড়ি থেকে অপহৃত দয়াল তঞ্চঙ্গ্যা মুক্ত

NewsDetails_01

অপহৃত দয়াল তঞ্চঙ্গ্যা
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উলুছড়ির নিজ বাড়ি থেকে অপহ্নত যুবলীগ নেতা দয়াল তঞ্চঙ্গ্যাকে অপহরণের ৮দিন পর অবশেষে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়,রবিবার দুপুরে রাঙামাটির বালুখালি এলাকায় তাকে মুক্তি দেয়া হয়। এরপর সে ইঞ্জিন বোটে করে বিলাইছড়ি উপজেলা সদরে চলে আসে। রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দয়াল তঞ্চঙ্গ্যার মুক্তি উপলক্ষে আওয়ামীলীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। চাথোয়াই মার্মার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আ.লীগ নেতা রাসেল মার্মা,শুভাশীষ কর্মকার,প্রদীপ দাশ,প্রহর কান্তি চাকমা,উজ্জ্বল হেডম্যান, ভদ্রসেন চাকমা,অংশৈ প্রু মার্মা বেলাল ও আকাশ মার্মা প্রমুখ।

NewsDetails_03

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সহ তথ্য ও প্রচার সম্পাদক স্বপন কুমার দে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দয়াল তঞ্চঙ্গ্যার নিঃশর্তমুক্তিতে প্রশাসন ও বিলাইছড়ি জোনের সহযোগিতার প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং অপহরণ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগ আহুত সকল কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়।

আরও পড়ুন