‘বিশ্বকাপে সেরা ফুটবল খেলছে মদরিচ’

purabi burmese market

বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি ক্রোয়েশিয়ার সামনে। স্বপ্নের এই পথচলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক লুকা মদরিচ। ক্রোয়েশিয়া কোচ জাৎকো দালিচের চোখে, বিশ্বকাপে ক্যারিয়ারের সেরা ফুটবল খেলছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছে ক্রোয়েটরা, যার তিনটিতেই ম্যাচসেরা হয়েছেন রাকিতিচ। স্বভাবতই সবার প্রশংসা কুড়াচ্ছেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার। বয়সের দিকে চোখ রাখলে এবারের আসরকেই মদরিচের ‘শেষ বিশ্বকাপ’ হিসেবে দেখছেন দালিচ। যদিও শিষ্যের দুর্দান্ত পারফরম্যান্সে আনন্দিত তিনি।

বুধবার দিবাগত রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ওই ম্যাচের আগে দালিচ প্রশংসায় ভাসিয়েছেন মদরিচকে, বলেছেন, ‘ওর গুণমান অনেকদিন ধরে দেখছে ফুটবল বিশ্ব। ক্লাব ফুটবলে লুকা (মদরিচ) সম্ভাব্য সবকিছু জিতেছে, যদিও জাতীয় দলের হয়ে এখনও কিছু করতে পারেনি।’ সঙ্গে যোগ করেছেন, ‘ওর যে বয়স, তাতে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপই খেলতে নেমেছে। আর এই বিশ্বকাপে শুরু থেকেই প্রচণ্ড ইচ্ছাশক্তি নিয়ে সে শেষ চারে এসেছে দাঁড়িয়েছে, যাতে আমি ভীষণ খুশি। অবশ্য এখানে অন্য খেলোয়াড়দেরও প্রচেষ্টা আছে।’

যদিও মদরিচকে একটু আলাদা জায়গাতেই রাখলেন দালিচ। ক্রোয়েট অধিনায়ক ক্যারিয়ারের সেরা সময় পার করছেন উল্লেখ করে এই কোচ বলেছেন, ‘আমরা একটা দল হিসেবে কাজ করে সফল হয়েছি, প্রত্যেকে একে অন্যের জন্য কাজ করেছে। আর তাই এটা লুকার ক্যারিয়ারের সেরা অধ্যায় বলে আমার মনে হয়। ও নিজের ক্যারিয়ারের সেরা ফুটবল খেলছে (বিশ্বকাপে)।’

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।